গৃহবন্দী হচ্ছেন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন

:: মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি ::
প্রকাশ: ২ years ago
সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম তার বাসভবনের বাইরে জড়ো হওয়া সমর্থকদের শুভেচ্ছা জানান। ছবি : সংগৃহীত

দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুমকে গৃহবন্দী করা হচ্ছে।

২০২২ সালের ২৬ ডিসেম্বর ভি আরা বিক্রির ঘটনায় অর্থ পাচার ও ঘুষের অভিযোগে ১১ বছরের কারাদণ্ডের পর থেকে বিরোধী দল পিপিএম-পিএনসি জোটের নেতা মাফুশি কারাগারে বন্দী রয়েছেন।

পিপিএমের এক শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুমকে রোববার দুপুর ২টার পর গৃহবন্দী করা হবে বলে জানিয়েছেন।

এদিকে, মালদ্বীপের কারেকশনাল সার্ভিস জানিয়েছে, ইয়ামিনকে ‘সাময়িকভাবে’ হোম কোয়ারেন্টাইনে স্থানান্তর করা হচ্ছে।

ইয়ামিনের সমর্থকরা মালেতে আলিমাস কার্নিভালের কাছে দলের “ধীভেঙ্গে রাজে” কেন্দ্রে জড়ো হতে শুরু করেছেন। ইয়ামিনের স্ত্রী ফাতিমাত ইব্রাহিমও ঘটনাস্থলে রয়েছেন।

মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু, যিনি শনিবার রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে পরাজিত করেছিলেন – রাষ্ট্রপতিকে তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করে বিরোধী দল পিপিএম-পিএনসি জোটের নেতাকে গৃহবন্দী করার আহ্বান জানানোর কয়েক ঘন্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান, যা নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম সংবাদ সম্মেলনে

সংবাদ সম্মেলনে মুইজ্জু প্রেসিডেন্ট সোলিহকে তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করে সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুমকে কারাগার থেকে গৃহবন্দী করার আহ্বান জানান।

তিনি বলেন, এই পদক্ষেপ ‘দেশের সর্বোত্তম স্বার্থে’।

কারাবন্দী থাকা সত্ত্বেও ইয়ামিন পিপিএম-পিএনসির হয়ে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন, তবে দোষী সাব্যস্ত হওয়ার কারণে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। যা বর্তমানে উচ্চ আদালতে আপিলের অধীনে রয়েছে।

পিপিএম-পিএনসি’র অন্যান্য নেতাদের সঙ্গে মুইজ্জু অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট সোলিহ প্রশাসন ইয়ামিনের বিরুদ্ধে আদালতে মামলাকে প্রভাবিত করছে।

তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচিত হওয়ার পরে কথিত সরকারী প্রভাব অপসারণ করা হবে এবং ইয়ামিনের সাথে ন্যায্য আচরণ নিশ্চিত করা হবে।