একটি ওয়েবসাইটের জন্য সাইটম্যাপ (sitemap.xml) একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটকে দ্রুত ইনডেক্স করার জন্য সাইটম্যাপ তৈরি করা এবং তা গুগলে সাবমিট করা প্রয়োজন।
সাইটম্যাপ কি?
সাইটম্যাপ একটি (.xml) ভিত্তিক ফাইল যার মাধ্যমে আপনার সাইটের গঠনকে, সার্চ ইঞ্জিন সহজে বুঝতে বা চিনতে পারে। সাইটম্যাপ আপনার ওয়েবসাইটের সকল তথ্যকে ভিন্ন ভিন্ন ভাবে ইডেক্স করতে থাকে যেমন- ক্যাটাগরি, টাইটেল, ট্যাগ, কমেন্ট, কন্টেন্ট ইত্যাদি।
পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন?
আপনি ম্যানুয়েললি সাইটম্যাপ তৈরি করতে না পারলেও কোন সমস্যা নাই। এখন সাইটম্যাপ তৈরি করার জন্য কোন ঝামেলাই করা লাগে না। এখন গুগলে সার্চ দিলে অনেক ওয়েবসাইট পাবেন যারা আপনাকে আপনার ওয়েবসাইটের সাইটম্যাপ অটো জেনারেট করে দিবে।
এখানে তেমনই একটি সাইটের মাধ্যমে সাইটম্যাপ তৈরি করা দেখবো আমরা।
প্রথমে আপনার ওয়েব এ্যড্রেস লিংকটি কপি করে নিন।
এই সাইটে www.xml-sitemaps.com গিয়ে, আপনার ওয়েব এ্যড্রেসটি একটি বক্স দেখতে পাবেন তাতে আপনার ওয়েব এ্যড্রেসটি বসিয়ে শুধু Start বাটনে ক্লিক দিন।
অল্প সময়ের মধ্যে আপনার ওয়েবসাইটের জন্য সাইটম্যাপ তৈরি হয়ে যাবে।
এখন সেখান থেকে আপনার ওয়েবসাইটের সাইটম্যাপটি ডাউনলোড করে আপনার ওয়েবসাইটের রুট (www) বা (public_html) ফাইলে আপলোড করে দিন।
আর যদি আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তবে Yoast SEO plugin ইন্সটল করে অতি সহজেই এর সমাধান করতে পারেন। কারন এটি আপনার সাইটের জন্য অটো সাইটম্যাপ জেনারেট করে থাকে।
কিভাবে গুগলে আপনার সাইটম্যাপ সাবমিট করবেন?
গুগলকে আপনার ওয়েবসাইটটি চিনিয়ে দেওয়ার জন্য আপনার ওয়েবসাইটের সাইটম্যাপ গুগলে সাবমিট করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তার জন্য আপনাকে গুগল ওয়েবমাষ্টার https://www.google.com/webmasters/sitemaps লিংকে গিয়ে লগিন করতে হবে।
গুগল ওয়েবমাষ্টার টুলে Search Console > Add Property -তে যাবার পর আপনার ওয়েবসাইটের এ্যড্রেস দিন এর পর একটি পেজ আসবে যেখানে আপনার সাইটটি ভ্যরিফাই করার জন্য দুইটি মাধ্যম আপনাকে নির্দেশ দিবে। আপনি কোন ঝামেলা না করতে চাইলে, যে html file ডাউনলোড করার অপশন দিবে; সেই ফাইলটি ডাউনলোড করে আপনার ওয়েবসাইটের রুট (www) বা (public_html) ফাইলে আপলোড করে দিন।
এরপর verify বাটনে ক্লিক দিয়ে আপনার সাইটের ওনারশিপ ভ্যরিফাই করুন।
আপনার ওয়েবসাইটটি ভ্যরিফাই হলে বাম পাশের ম্যানুতে sitemaps নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক দিলে ডানপাশে আপনার ওয়েবসাইটের সম্পূর্ন এ্যড্রেস সহকারে একটি বক্স দেখতে পাবেন। যেমন: www.yoursite.com/(বক্স) এখন কিছুক্ষন আগে আপনার আপলোড করা সাইটম্যাপ ফাইলের নামটি (সাধারনত সাইটম্যাপ ফাইলের নাম sitemap.xml হয়ে থাকে।) এই ফাঁকা বক্সে লিখে, যেমন: (www.yoursite.com/sitemap.xml) submit বাটনে ক্লিক দিন।
আপনি কোন ভুল না করে থাকলে নিচের বক্সে আপনার সদ্য সাবমিট করা সাইটম্যাপটির নাম দেখতে পারবেন যার পাশে status -এ লিখা থাকবে success। যদি এই রকম দেখেন তবে বুঝবেন আপনি সফলভাবে আপনার ওয়েবসাইটের সাইটম্যাপ গুগলে ইনডেক্সের জন্য সাবমিট করতে সফল হয়েছেন।
আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।
গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net