গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ নিয়ে ‘বিভ্রান্তি’

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ভোটগ্রহণ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের আইন শাখার কর্মকর্তারা ওই আসনে ভোটগ্রহণ বন্ধের সিদ্ধান্তের কথা জানান।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে ইসি সূত্রে ভোট বন্ধের বিষয়টি জানানো হলেও পরে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়। তাই বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন গাইবান্ধা-৫ আসনে ভোটগ্রহণ বন্ধ রাখা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

ওই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন’ শিরোনামে দেশের বিভিন্ন টিভি চ্যানেলের স্ক্রলে এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার অনলাইন ভার্সনে এ সংক্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। এ তথ্যটি অসত্য ও ভিত্তিহীন। এ তথ্যে সংশ্লিষ্ট আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য নির্বাচন কমিশন সর্বসাধারণকে আহ্বান জানাচ্ছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে এবার গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।

ভোটের চার দিন আগে গত ৩ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতাউর রহমান সরকার। সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছিলেন।

প্রসঙ্গত, বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মৃত্যুবরণ করায় নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচন বাতিল করে ইসি। গত ২৯ ডিসেম্বর এ তথ্য নিশ্চিত করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। পরবর্তীতে এ আসনে নির্বাচন হবে বলে জানান তিনি।

এদিকে, গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিতের তথ্যটি ভিত্তিহীন জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষের সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অশোক কুমার বলেন, ‘বিভিন্ন টিভি ও মিডিয়ার স্ক্রলে ভোট স্থগিতের যে তথ্য এসেছে তা ভিত্তিহীন। কমিশন এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। বিভ্রান্তি না ছড়াতে আমরা একটি বিজ্ঞপ্তি দিয়েছি।’

আইন শাখার বরাতে তথ্যটি প্রকাশ হয়েছিল বলে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ভোট স্থগিতের তথ্যটি ভিত্তিহীন।

গাইবান্ধার পরিবেশ ঠিক আছে কিনা প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘আমাদের কাছে যে রিপোর্ট আছে, সে অনুযায়ী গাইবান্ধা-৫সহ সারা দেশের নির্বাচনী কেন্দ্রের পরিবেশ সুষ্ঠ আছে।’

নির্বাচনে এবার গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।