গরম | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৫ মাস আগে

গরম
মোহাম্মদ আব্দুল আজিজ

গরম নিয়ে পরম জ্বালা
বসন খোলার এল পালা
হায়ঃ লাজে মরে যাই!
কোনো কাজে বসে না মন
চোখেমুখে হায়-হুতাশন
তৃষা পেলে ঠান্ডা চাই।

শরীর ভেজা ভ্যাপসা ঘামে
আকাশ উপুড় বৃষ্টি নামে
ভেজা ভেজা সবই তাই,
আঁধারকালো মেঘের পিছে
দিনের রবি লুকায় মিছে
ক্ষণে ক্ষণে দেখা পাই।।

 

কবিতা: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]