গভীর রাতে হাসপাতালের কমোডে নবজাতকের কান্না

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শৌচাগার থেকে অজ্ঞাত পরিচয়ের একটি নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।

রোববার হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার মহিলা মেডিসিন ওয়ার্ডের শৌচাগার থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত আড়াইটার দিকে হাসপাতালের এক রোগী শৌচাগারে যান।

সেখানে বাচ্চার কান্নার আওয়াজ শুনে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে শৌচাগারের কমোড থেকে নবজাতককে উদ্ধার করে জরুরি বিভাগে চিকিৎসা শেষে ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, গভীর রাতে শৌচাগার থেকে পাওয়া নবজাতকটিকে উদ্ধার করে কর্তব্যরত নার্স ও স্বেচ্ছাসেবীরা। সদর হাসপাতালের তত্ত্বাবধানে সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন রেখার বাসায় রেখে শিশুটির চিকিৎসা চলছে।