গভীর রাতে বদরুন্নেসা কলেজে হল নিয়ে সংঘর্ষ

::
প্রকাশ: ২ years ago

পাবলিক রিঅ্যাকশন ডেস্ক:
ছাত্রীদের আবাসিক হলের রুম দখলের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

চার মাস আগেও আবাসিক হলের রুম দখলের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন ১০ শিক্ষার্থী আহত হন।

৩ জুন রাতে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেলী দলবল নিয়ে কয়েকটি কক্ষে তালা দেন। এরপর নুসরাত জাহান বাঁধন নামের এক শিক্ষার্থীর কক্ষে গিয়ে তিনিসহ কয়েকজনের ওপর হামলা করেন।

অভিযোগ রয়েছে, সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের অনুপস্থিতিতে পদ পাওয়ার পর থেকেই নতুন হল ও হলের রুম নিজের দখলে নেওয়ার চেষ্টা এবং সিটের জন্য চাঁদা দাবি করে আসছিলেন শেলী। মূলত এর জেরে সংঘর্ষের সূত্রপাত ঘটে।