খুশির মেলা | আলমগীর কবির

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১০ মাস আগে

খুশির মেলা
আলমগীর কবির

মেলায় যাবি? চাই কি তোর?
রেশমি চুড়ি, নাই কি তোর?

মেলার মাঠে খুশির মেলা 
আর নিবি বল কি কি বোন?

ভাইয়ের মুখের কথা শুনে 
হাসে ঝিকিমিকি বোন।

ভাই কিনেছে ঢাউস ঘুড়ি 
বোন কিনেছে রেশমি চুড়ি।

খেলনা গাড়ি বাঁশি কিনে
আজকে ভীষণ খুশি বোন,

ফুলের মতো উঠলো হেসে
মায়াবী ফুলটুসি বোন!

 

কবি: আলমগীর কবির, রাজাপুর, বড়াইগ্রাম, নাটোর।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]