খুলনায় তিন ফসলি জমিতে ড্রেজিংয়ের বালু ফেলার সিদ্ধান্তে উদ্বেগ

::
প্রকাশ: ২ years ago

পাবলিক রিঅ্যাকশন ডেস্ক: 
খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়নের ৩০০ একর তিন ফসলি জমিতে ড্রেজিংয়ের বালু ফেলার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় কৃষক সমিতি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ বিবৃতিতে বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের বানিশান্তার ফসলি জমিতে বালু ফেলার বিরুদ্ধে কৃষকেরা যে আন্দোলন করছে তার প্রতি একাত্মতা প্রকাশ করছি।

তারা বলেন, বন্দর কর্তৃপক্ষ যে দাবি করছে ঐ সব জমি এক ফসলি আসলে তথ্যটি সঠিক নয়। এসব জমি একসময় এক ফসলি ছিল কিন্তু সম্প্রতি লবণাক্ততা থেকে রক্ষায় বাঁধ দেয়া বর্তমানে এসব জমিতে তিন ফসল হয়।

নেতৃবন্দ দাবি করেন, বালু ফেলাল ফসলি জমি নষ্ট হয়ে যাবে, তাই তারা বলেছেন বালু অন্যত্র ফেলার জায়গা থাকা সত্বেও মোংলা কর্তৃপক্ষ এক গুয়েমি করে তিন ফসলি জমিতে বালু ফেলবেন বলে বলছেন। তাই আমাদের দাবি বানিশান্তার ৩০০ একর ফসলি জমি রক্ষা করে অসহায় কৃষক পরিবারগুলোকে রক্ষা করতে সরকার কাছে জোর দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ অবিলম্বে খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়নের ৩০০ একর তিন ফসলি জমিতে ড্রেজিংয়ের বালু ফেলার সিদ্ধান্ত বাতিল করার আহবান জানান।