খান এ সবুরের ৪১তম মৃত্যুবার্ষিকী বুধবার

::
প্রকাশ: ২ years ago

পাবলিক রিঅ্যাকশন ডেস্ক:
তদানন্তীন জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বাংলাদেশ মুসলিম লীগের পূণর্গঠনের মহানায়ক খান এ সবুরের ৪১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৫ জানুয়ারী (বুধবার)। তিনি উপ-মহাদেশের সংসদীয় রাজনীতির কিংবদন্তীতুল্য।

খান এ সবুর ১৯১১ সালে ১ ফেব্রুয়ারী সাবেক খুলনা বর্তমান বাগেরহাট জেলার ফকিরহাট থানার আট টাকা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা নাজমুল হোসেন খান ছিলেন একজন আইনজীবী। ১৯৪৭ সালের ১৪ আগষ্ট সাবেক খুলনা জেলা বর্তমান বাগের হাট, সাতক্ষীরা ও গোপালগঞ্জের কিছু অংশ হিন্দু স্থানের অন্তর্ভূক্ত হয়েছিল তখন খান এ সবুর রাজনৈতিকভাবে আন্দোলন করে এবং বাউন্ডারী কমিশনে আপ্রীলের মাধ্যমে ১৯৪৭ এর ১৮ আগষ্ট বিকালে অল ইন্ডিয়া রেডিও ঘোষণা করেন বৃহত্তর খুলনা অঞ্চল তদানীন্তন পূর্ব পাকিস্তানে অন্তর্ভূক্ত করা হয়েছে। যারই ধারাবাহিকতায় আজকে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অংশ।

মরহুম খান এ সবুর ১৯৬২ থেকে ১৯৬৯ পর্যন্ত কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী ও তদানীন্তন জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ট দলের নেতা ছিলেন।

খান এ সবুরের নেতৃত্বে ১৯৭৬ সালের ৮ই আগষ্ট মুসলিম লীগ পুণর্গঠিত হয়। খান এ সবুর ১৯৭৯ সালের সাধারণ নির্বাচনে ৩টি আসনে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে এ দেশে সংসদীয় রাজনীতির বিরল ইতিহাস সৃষ্টি করেন। এর পূর্বে কেউ ৩টি আসনে বিজয় হননি। খান এ সবুর ১৯৮২ সালের ২৫ জানুয়ারী ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি মৃত্যুর পূর্বে তার অস্থাবর ও অস্থাবর সকল সম্পদ খান এ সবুর ট্রাস্ট নামে জনকল্যাণে দান করে যান। তারই ঢাকার বাড়ীতে আজ বাংলাদেশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত।

খান এ সবুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মুসলিম লীগ ২৫ জানুয়ারী বুধবার নয়া পল্টনাস্থ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আতিকুল ইসলাম, প্রধান আলোচক থাকবেন দলীয় মহাসচিব আলহাজ্ব কাজী আবুল খায়ের। বক্তব্য রাখবেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এছাড়া খুলনা শহরে ও মরহুমের গ্রামের বাড়ি ফকিরহাট উপজেলার আট টাকা গ্রামে মসজিদ ও মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে। মুসলিম লীগ প্রচার উপকমিটির আহবায়ক মো. আনোয়ার হোসেন আবুড়ী সকলজেলা শাখাকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের অনুরোধ জানিয়েছেন।

 


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। আপনিও লিখুন।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net