ক্লাব পরিবর্তন করে পিএসজিতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো, খবরটি বানোয়াট

::
প্রকাশ: ২ years ago

পা.রি. টিম:
ক’দিন আগেই একটি সংবাদ বেশ আলোচিত হয়েছিল। সেটি হলো- ক্রিস্টিয়ানো রোনালদো তার বর্তমান ‘ইয়ুভেন্তুস ফুটবল ক্লাব’ থেকে অব্যাহতি নিয়ে ‘পারি সাঁ-জেরমাঁ ফুটবল ক্লাব’ (পিএসজি)-তে যোগদান করছেন। কিন্তু খবরটি মিথ্যা এবং বানোয়াট।

আসুন, আমরা এই প্রতিবেদনে বিষয়টি সর্ম্পকে বিস্তারিত জানবো।

গুজবের উৎপত্তি
২০২১ সালের ১২ আগস্ট একাধিক ফেসবুক পেইজ ও কিছু তথাকথিত নিউজ পোর্টালে প্রচার করা হয় যে পর্তুগিজ ফুটবল প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো তার বর্তমান ইতালী ভিত্তিক ‘ইয়ুভেন্তুস ফুটবল ক্লাব’ থেকে অব্যাহতি নিয়ে ফ্রান্স ভিত্তিক ‘পারি সাঁ-জেরমাঁ ফুটবল ক্লাব’ (পিএসজি)-তে যোগদান দিচ্ছেন।

এ সংক্রান্ত ফেসবুক পোস্টগুলো ভাল আগ্রহের জন্ম দিয়েছিল ক্রীড়ামোদীর মধ্যে।

স্পোর্টস প্রতিদিন নামক একটি নিউজ পোর্টালে “এবার রোনালদো আসছে পিএসজিতে” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে যাতে প্রায় ৩ হাজারের কাছাছি লাইক, কমেন্ট ও শেয়ার হয়।

সিপি প্লাস নামক একটি নিউজ পোর্টাল সংবাদটি প্রকাশ করে “পিএসজিতে মেসির সাথে যোগ দিচ্ছেন রোনালদো”। পরবর্তীতে সংবাটি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়।

সত্যতা যাচাই
উল্লেখিত সংবাদগুলোর অধিকাংশই ক্লিকবেইট শিরোনামে বিভ্রান্তি তৈরি করে আলোচ্য দাবী প্রচার করে। শিরোনামে সংবাদটিকে ইতোমধ্যে ঘটে গিয়েছে বলে লেখা হলেও, সংবাদের ভিতরে গেলে দেখা যায় সেখানে উল্লেখ করা হয় যে আর্জেন্টিনাইন ফুটবল প্লেয়ার লিওনেল মেসির সম্প্রতি পিএসজিতে যোগদানের পর, ক্রিস্টিয়ানো রোনালদোরও ক্লাবটিতে যোগদান নিয়েও গুঞ্জন চলছে বিভিন্ন মাধ্যমে। অর্থাৎ, তার যোগদানের খবরটি সুনিশ্চিত কিছু নয়।

ফুটবল ক্লাবগুলোর ট্রান্সফার উইন্ডোগুলো সাধারণত জানুয়ারি-মার্চ ও জুলাই-আগস্ট মাসে সম্পন্ন হয়। ট্রান্সফার উইনডো হচ্ছে একটি নির্দিষ্ট সময়কাল যে সময়টা বিভিন্ন দেশের ক্লাবগুলো ফিফার মাধ্যমে অন্যান্য দলের সাথে প্লেয়ার আদান-প্রদান করতে পারে। এই সময়ে ফুটবল প্রেমীদের মাঝে বিভিন্ন প্লেয়ারের অদল-বদলের আলোচনা ও উত্তেজনা খুবই স্বাভাবিক একটি বিষয়।

২০১৮ সালের জুলাই মাসে ক্রিস্টিয়ানো রোনালদো ইয়ুভেন্তুস ক্লাবে যোগ দেন ৪ বছরের চুক্তিতে। ২০২২ সালে ক্রিস্টিয়ানো রোনালদোর ইয়ুভেন্তুস ক্লাবের সাথে চুক্তি শেষ হতে যাচ্ছে। এই চুক্তির পর তিনি কোন ক্লাবে যোগদান করছেন সেটি নিয়ে ক্রীড়া অঙ্গনে আলোচনা চলছে। গুঞ্জন চলছে যে তিনি হয়তো আর ইয়ুভেন্তুস-এ আর থাকছেন না। বিভিন্ন আলোচনায় রোনালদোর সম্ভাব্য যোগদানের ক্লাব হিসেবে পিএসজি সহ রিয়েল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির নাম উঠে এসেছে।

কিন্তু এসবের কোনটিতে ক্রিস্টিয়ানো রোনালদোর যোগদান কিংবা ইয়ুভেন্তুসের সাথে তার চুক্তি বর্ধিত হচ্ছে এমন খবর এখনো পর্যন্ত সুনিশ্চিত নয়।

গত বছরের আগস্টেই ক্রিস্টিয়ানো রোনালদো এসব গুঞ্জনের বিষয়গুলোকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। পোস্টে তার পূর্বের ক্লাব রিয়েল মাদ্রিদের ফিরে যাওয়ার গুঞ্জন নাকচ করে দেন তিনি। এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ক্লাবের সাথে তার জড়িয়ে সংবাদ করা নিয়েও তিনি আপত্তি জানান।