কেমন করে কই গো আমি? কেমন করে কই? আমি তোমায় ভালোবাসি কেমন করে কই? ভালোবাসি বলতে গিয়েও পারিনি তা বলতে, ভয় করে তাই হারাই যদি বন্ধু হয়ে চলতে। ভুল বোঝে যাও যদি গো আপনি দূরে সরে, তোমায় তখন দেখবো না আর পুড়ব মনের ঘরে। তাই অন্তরেতে ভালোবাসি মুখেতে না কই,- ঐ ভাবি, মুখেতে যা যায় না বলা চোখের ভাষায় কই, তাই ডাগর ডাগর চোখের পানে অবাক চেয়ে রই। তোমার কাজলকালো ডাগর চোখে বোঝে না সে ভাষা, তাই ভালোবাসার সাধ মিটে না পুরে না গো আশা। আমার ভালোবাসার দহন দাহে নিজেই দগ্ধ হই। ঐ
কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]