নারী এগিয়ে গেলে, দেশ এগিয়ে যায় এই স্লোগানকে সামনে রেখে কুয়েতে আত্মপ্রকাশ করলো প্রবাসী বাংলাদেশি নারিদের উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দেশটির অভিজাত এলাকার এক রেস্তোরাঁয় জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি এবং সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমীর উদ্যোগে গঠিত নতুন অর্গানাইজেশন এর অভিষেকে সভাপতিত্ব করেন সহ-সভাপতি পারভীন ইসলাম।
সহ সাধারণ সম্পাদক রওশন আক্তার এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার বুশরা হাবিব, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত’র সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, প্রবাসী কমিউনিটি নেতা ফয়েজ কামাল, কামরুজ্জামান টিটো, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত’র সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বাংলাদেশ কমিউনিটি কুয়েতের নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী ও পুরুষেরা।
ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও ঢাকা উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিন।
২১ সদস্য বিশিষ্ট উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের নতুন কমিটিতে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নিগার, সাংগঠনিক সম্পাদক বিনতিয়া রহমান জ্যোতি, সহ সাংগঠনিক সম্পাদক নাহিদ সুলতানাসহ অনেকে।