কারা হচ্ছেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৮ মাস আগে
ওবায়দুল কাদের (মাঝে), জাহাঙ্গীর কবির নানন (বাঁয়ে উপরে), সেলিম মাহমুদ (বাঁয়ে নিচে), বাহাউদ্দিন নাসিম (ডানে উপরে), অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত (ডানে নিচে)

নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগে থেকেই ধারণা করা হচ্ছিল, এবারের মন্ত্রিসভায় থাকছে একাধিক নতুন মুখ। হতেও যাচ্ছে তাই।

সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক বাংলাদেশি রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আহমেদ।

অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদকে।

নতুন মন্ত্রিসভায় পুরনো দায়িত্বই পাচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আইনমন্ত্রী আনিসুল হকও থাকছেন তার পদে।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকছেন আসাদুজ্জামান কামালই। প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন বাহাউদ্দিন নাসিম। এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী হচ্ছেন আাবুল কালাম আজাদ, এলজিআরডি মন্ত্রী হচ্ছেন জাহাঙ্গীর কবির নানক।

এছাড়া মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাব্য তালিকায় আছেন – বিমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সাজ্জাদুল হাসান, শিক্ষা মন্ত্রণালয়ে ডা. দীপু মনি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে শাহরিয়ার আলম।

এদিকে সংসদীয় দলের সিদ্ধান্তে নূর ই আলম চৌধুরী চিফ হুইপ ও বেগম মতিয়া চৌধুরি সংসদ উপনেতা নির্বাচিত হয়েছেন। বরাবরের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরনোদের মধ্যে থাকতে পারেন পঞ্চগড়-২ আসনে মো. নুরুল ইসলাম সুজন, দিনাজপুর-২ আসনে খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী-৬ আসনে মো. শাহরিয়ার আলম, বরিশাল-৫ আসনে জাহিদ ফারুক, পিরোজপুর-১ আসনে শ ম রেজাউল করিম, টাঙ্গাইল-১ আসনে ড. মো. আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ-৩ আসনে জাহিদ মালেক।

হেভিওয়েটদের মধ্যে রয়েছেন ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা-৩ আসনে নসরুল হামিদ বিপু, গাজীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল, সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, শরীয়তপুর-২ আসনে এ কে এম এনামুল হক শামীম, কুমিল্লা-৯ আসনে তাজুল ইসলাম, কুমিল্লা-১০ আসনে আ হ ম মুস্তফা কামাল, চট্টগ্রাম-৭ আসনে ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৯ আসনে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি।

গত ৭ জানুয়ারি রোববার সারাদেশে একযোগে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ ২২২টি, স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্যরা ৩টি আসনে জয়লাভ করে।