কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবি দুধরচকীর

:: পা.রি. ডেস্ক ::
প্রকাশ: ২ years ago

কাদিয়ানীদের অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট-এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

দুধরচকী বলেন, কাদিয়ানী ফেৎনা ভয়ঙ্কর। হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আখেরী নবী মানে না। বলেই তারা কাফের। যারা কাদিয়ানীদের কাফের মানবে না, তারাও কফের।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দুধরচকী আরো বলেন, কাদিয়ানীদের মুসলমানদের কবরস্থানে দাফন না করার দাবি জানিয়ে দুধরচকী বলেন, কাদিয়ানীদের সঙ্গে কোনো মুসলমান আত্মীয়তাও করবেন না। কাদিয়ানীরা এ দেশে থাকতে পারবে হিন্দু হয়ে, থাকতে পারবে অমুসলিম হয়ে। তবে মুসলমান হয়ে কাদিয়ানীরা বাংলাদেশে থাকতে পারবে না।

তিনি বলেন, তাই সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net