কলমযুদ্ধ | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৯ মাস আগে

কলমযুদ্ধ
মোহাম্মদ আব্দুল আজিজ

মাতৃভাষায় কথা বলতে
রাখতে মাকে শুদ্ধ,
একুশ নিয়ে বিশ্বজুড়ে
চলছে কলমযুদ্ধ।

গল্প-ছড়া-কবিতা আর
সভা-সেমিনারে,
মাতৃভাষা ঘিরেই কথা
উঠছে বারে বারে।

মাতৃভাষা মায়ের ভাষা
রাখি মাথার ‘পরে,
যায় যদি প্রাণ যাক না
দেব ভাষার তরে।

ভাষার তরে যুদ্ধ করে
রাখল যারা মান,
তাদের কীর্তি চিরদিন
থাকুক বহমান॥

 

কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]