কলকাতার সিনেমায় বুবলী, নায়ক কে?

:: আনন্দধারা প্রতিবেদক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
চিত্রনায়িকা শবনম বুবলী

ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সুপারস্টার শাকিব খানের হাত ধরেই ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে তার। বুবলী এবার ঢাকাই সিনেমা ছাড়িয়ে টালিউডে অভিনয় করতে চলেছেন।

প্রথমবারের মতো কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন শবনম বুবলী। সিনেমার খবরটি বুবলী নিজেই জানিয়েছেন।

জানা গেছে, ‘ফ্ল্যাশব্যাক’ নামে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন রাশেদ রাহা। এতে বুবলীর সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বুবলী লিখেছেন, ‘আমার প্রথম কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ শুরু করতে যাচ্ছি। আজ বিকেলে ভারতে প্রেস মিটে আমরা ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাব। অনুগ্রহ করে সবাই আমাকে সবসময়ের মত আপনাদের দোয়া ও ভালবাসায় রাখবেন।’

গত বছর ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি চার সিনেমা দিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন শবনম বুবলী। বর্তমানে অভিনয় এবং ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।