কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননা, ঢাকার তীব্র নিন্দা

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভে জাতীয় পতাকা পুড়িয়ে ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ-এর আয়োজনে সহিংস বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছে। সেখানে তারা বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দেয় এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে।

বাংলাদেশ সরকার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, সহিংস বিক্ষোভের পর ডেপুটি হাইকমিশনের সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

বাংলাদেশ সরকার জাতীয় পতাকা অবমাননা এবং কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সেজন্য ভারত সরকারের কাছে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা জানায় এবং কলকাতায় ডেপুটি হাইকমিশনসহ ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায়।”

বিক্ষোভের পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও হাইকমিশনের সদস্যদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় বাংলাদেশ সরকার ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।

এই ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কে নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।