কলকাতায় এক ফ্রেমে ধরা পড়লেন শাকিব খান ও ঋতুপর্ণা

::
প্রকাশ: ৮ মাস আগে

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে টালিউডের স্বনামধন্য অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সম্প্রতি এক ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সেই স্থিরছবিতে দুইজনকে একসঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে।

শনিবার (৫ মে) শাকিব খানের সাথে একাধিক স্থিরচিত্র পোস্ট করেন ঋতুপর্ণা। সেখানে ক্যাপশন দিয়ে মনের কথা জানাতে ভোলেননি তিনি।

ঋতুপর্ণা লিখেছেন, ‘কাকতালীয় হলেও এটা খুবই আনন্দদায়ক ব্যাপার ছিল, আমার বাংলাদেশি সুপারস্টার বন্ধু শাকিব খানের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি। সে এখানে একটা শুটিংয়ে আছে। ’

কলকাতায় ‘তুফান’ সিনেমার শুটিং ব্যস্ত শাকিব খান। এর মধ্যে একটি দাওয়াতে দেখা গেল তাদের দুজনকে।

মূলত ঋতুপর্ণার বন্ধু প্রিয়া কার্ফা এবং তার স্বামী ঋত্বিকের একটি অনুষ্ঠানে তাদের দেখা হয়েছে এই দুই তারকার।

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত গত নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের চলচিত্রে কাজ করে আসছেন। এই দীর্ঘ সময়ে সহশিল্পী হিসেবে পেয়েছেন হুমায়ুন ফরীদি, মান্না, জসীম, ফেরদৌসসহ এ সময়ের আরিফিন শুভকে।

যদিও শাকিব খানের সাথে কখনো কাজ করেননি তিনি। তবে গত বছর শাকিব খানের সাথে কাজ করার ইচ্ছা পোষণ করেছিলেন এই অভিনেত্রী।