কবিতা | রোকেয়া | মাহমুদা টুম্পা

:: মাহমুদা টুম্পা ::
প্রকাশ: ১২ মাস আগে

বেগম রোকেয়া
মাহমুদা টুম্পা

তুমি প্রতিবন্ধকতার বিরুদ্ধে অবিনশ্বর প্রতিবাদী
ধর্মান্ধ কুসংস্কারের মনে চালিয়েছো গুলি
প্রাণকোষে সঞ্চারিত শিক্ষার আলো ছবি
অন্তরালে লুকিয়ে থাকা মহীয়সী নারী।

তুমি সর্ব নারীর মুক্তির দিশারি
গোঁড়ামির বিরুদ্ধে আজীবন সংগ্রামী,
পিছিয়ে পড়া সমাজের সাহসী নারী
আক্রোশ বিক্ষুব্ধ মাঠে সর্বদা অগ্রগামী।

তুমি প্রগতিশীল চিন্তার নিরলস তাপসকর্মী
লুকায়িত স্বপ্নের আমরণ সঙ্গী,
শিক্ষাপ্রণালী সাফল্যে উজ্জীবিত নারী
দুমড়ে মুচড়ে শিকলের মস্তবড় সারি।

তুমি উৎসাহ-অনুপ্রেরণা- নারীর অগ্রযাত্রা
নারীবাদী চেতনার ইতিবাচক বার্তা,
তুমি এগিয়ে যাওয়া রমণীর পদচারণা
জাগরিত নারী তুমি, তুমিই রোকেয়া।

কবি: মাহমুদা টুম্পা, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।