ওরে ভোমর! কোন কারণে আড়নয়নে চাও, সকাল বিকাল কাছে এসে গুন গুনিয়ে গাও? চেয়ো না আর আমার পানে ঘুম ছোটে যায় তোমার গানে।। অন্য কোথাও যাওরে ভোমর আমার কাছে না।। ফুলের কলি তোমায় বলি আসছি কেন রোজ? কত মধু জমছে তোমার চাই যে নিতে খোঁজ। তোমায় যে গো ভালোবাসি তাই তো আমি নিত্য আসি।। একদিন না দেখলে তোমায় পরান বাঁচে না।-ঐ ফুল হয়ে ফোটবো যখন হবো আমি ডাগর, তখন তুমি দেখতে এস হয়ে রসিক নাগর। মনের মধু দিমু খেতে খেয়ো বসে আসতে-যেতে।। তুমি বিনে রসের কথা আর কেউ তো যাচে না।-ঐ আমি তখন গান শোনাব হইয়া বনমালি, তখন তুমি মৌ-ভরা ফুল লাজে হইবা লালি। ছোটে এসে মধুগন্ধে বাসবো ভালো মধুছন্দে।। এমনতর সুখ ছাড়া যেন হৃদয় নাচে না। ঐ
গীতিকার: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]