ওরে ভোমর নিঠুর কালা | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৮ মাস আগে

ওরে ভোমর নিঠুর কালা
মোহাম্মদ আব্দুল আজিজ

ওরে ভোমর নিঠুর কালা
স্বভাব যে তোর জানা,
তুই দিনদুপুরে মনের ঘরে
দিস রে এসে হানা।
তুই রসিক ভালো না
তুই রাখিস ছলনা
দুষ্টু রে তোর মন
তুই করিস জ্বালাতন
তুই দুষ্টু অতি, ডাকু রে তোর
চাই না শোনতে গান। ঐ

আমি গোলাপ ফুলের রানি
থাকি ফুলের বনে,
তুই দিনদুপুরে মধু লুটে
দিলে ব্যথা মনে।
তোর নাই কি রে আর কাজ?
তোর মাথায় পড়ুক বাজ
তুই মর না! এবার মর!
তুই যে আমার পর
তুই সুযোগ বোঝে দিলে হানা
যায় বুঝি মোর প্রাণ। ঐ

 

গীতিকার: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]