রাজশাহীর চারঘাট মডেল থানা থেকে একটি রাসেলস ভাইপার উদ্ধার করে মেরে ফেলা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেনের অফিস কক্ষের ওয়াশরুমে সাপটিকে পাওয়া যায়। পরে মেরে ফেলা হয়।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, পরিদর্শক আফজাল হোসেন গতকাল রাত সাড়ে ১২টার দিকে কাজ শেষ করে ওয়াশ রুমে যান।
এসময় বেসিনের পানির পাইপ থেকে বিশাল সাইজের সাপটি বের হয়ে তাকে ছোবল দিতে চেষ্টা করে। এসময় তিনি পা সরিয়ে নেন। পরে সহকর্মীরা এসে সাপটিকে বের করে মেরে ফেলে।