ওয়াজ মাহফিলে বিদ্বেষমূলক বক্তব্য বন্ধের নির্দেশনা

::
প্রকাশ: ২ years ago
ছবি: প্রতীকী

পাবলিক রিঅ্যাকশন ডেস্ক: 
ওয়াজ মাহফিলে রাজনৈতিক কিংবা বিদ্বেষমূলক বক্তব্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশের প্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। কমিটির আগের বৈঠকে এ-সংক্রান্ত সুপারিশ আসে। পরবর্তীতে গত বুধবার (২৩ নভেম্বর) কমিটির ১৩তম বৈঠকে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে ধর্মীয় ওয়াজ মাহফিলে রাজনৈতিক কিংবা ব্যক্তি বিশেষের নামে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার বিষয়ে পুলিশ অধিদপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান গণমাধ্যমকে বলেন, শীতকালে আমাদের দেশে ওয়াজ মাহফিল বেশি হয়। ধর্মীয় প্রচারের জন্য এসব ওয়াজ মাহফিল হওয়ার কথা। কিন্তু ইদানীং দেখেছি, ওয়াজ মাহফিলে বক্তারা ধর্মীয় প্রচারের চেয়ে রাজনৈতিক কথা বেশি বলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমালোচনা করেন। আমরা এটা বন্ধ করতে বলেছিলাম। মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।