ওমরাহ পালন সহজ করতে সৌদির নতুন উদ্যোগ

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট
প্রকাশ: ১ বছর আগে

বাংলাদেশি উমরাহ যাত্রীদের জন্য ‘নুসুক’ প্লাটফর্ম চালু করেছে সৌদি আরব সরকার। ডিজিটাল এই প্লাটফর্মের মাধ্যমে উমরাহ পালন আরও সহজ ও আরামদায়ক হবে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘নুসুক’ বাংলাদেশে তাদের প্রথম রোডশোর আয়োজন করে। এর মাধ্যমে যেসব বাংলাদেশি ধর্মীয় ও পর্যটনের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ করবেন, বিশেষভাবে তারা উপকৃত হবেন।

রোডশোতে সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌষি আল-রানিয়াহ-সহ উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা যোগ দেন।

ড. তৌষি আল-রানিয়াহ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সুসম্পর্ক পরীক্ষিত ও প্রমাণিত। এই সম্পর্ককে আরও উন্নত করতে সৌদি সরকার কাজ করছে।

নুসুক এপাক (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) প্রেসিডেন্ট আলহাসান আলদারবাগ বলেন, ভিসা প্রদানের ক্ষেত্রে সৌদি সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যার মধ্যে আছে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র শেনঝেন নাগরিক বা ভিসাধারীদের ২৪ ঘণ্টার মধ্যে ই-ভিসা প্রদান।

এছাড়াও বাংলাদেশিরা উমরাহ পালনের পাশাপাশি দেশটির অনন্য সাংস্কৃতিক বৈচিত্র্যও উপভোগের সুযোগ পাবেন বলেও জানান তিনি।