এবার ব্যবসায় নাম লেখালেন পরীমনি!

:: আনন্দধারা প্রতিবেদক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১১ মাস আগে

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আসছে ঈদেই নিজের নতুন ব্যবসা নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন এই নায়িকা। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনচিত্র প্রকাশ করে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ফেসবুকে পরী লেখেন, এবারের ঈদে আমি আসছি একদম নতুনভাবে।

খুব শিগগিরই সবাইকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন।
এদিকে বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, ‘আসলে অনেক আগে থেকেই আমার ব্যবসা করার ইচ্ছে ছিল। কিন্তু কিসের বিজনেস শুরু করবো তাই ভাবছিলাম। অবশেষে অনেক ভেবে আর সবদিক বিবেচনা করে প্রসাধনীর পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছি। ’

নায়িকা আরও বলেন, ‘এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই অনেকেই দেখি ব্যবসা করছে। সেগুলোর মাঝে মেয়েদের প্রসাধনীর পণ্যের ব্যবসা বেশ তুঙ্গে। অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু কম দামে অনেকেই ব্র্যান্ডের পণ্য অনলাইন থেকে ক্রয় করছে। সেক্ষেত্রে দেখা যায় তারা আসলে প্রতারিত হচ্ছে। কেননা ব্র্যান্ডের পণ্য বলে বিক্রি হচ্ছে ক্লোন পণ্য। যা আসলে আমাদের স্কিনের জন্য বেশ ক্ষতিকর। তাদের দিক বিবেচনায় অরজিনাল ব্র্যান্ডের পণ্য নিয়ে বাজারে আসছি। ’

বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নায়িকা পরীমনি। সম্প্রতি দেখা গেছে, কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এছাড়া ভালোবাসা দিবসের বিশেষ আকর্ষণ ওয়েব ফিল্ম ‘বুকিং’ নিয়ে হাজির হন পরীমনি। ‘বুকিং’ এ প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন এবিএম সুমন ও পরীমনি।