এবার ঈদেও পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধ, তবে

:: পা.রি. রিপোর্ট ::
প্রকাশ: ২ years ago
ফাইল ছবি

আসছে ঈদুল ফিতরেও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে বিকল্প রুট হিসেবে শিমুলিয়া ফেরি চালু করে মোটরসাইকেল পারাপারের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে ‘ঈদ ব্যবস্থাপনা সভা’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যেহেতু পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ রয়েছে।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তাই ঈদেও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে দেওয়া হবে না। সে কারণে আমরা চেষ্টা করছি শিমুলিয়ায় বিকল্প ব্যবস্থা করতে। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি এই ব্যাপারে ব্যবস্থা নেবে।

আরেক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শুধু মাওয়া হাইওয়েতে নয়, ধীরে ধীরে সব হাইওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হচ্ছে। এটার গতিসীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, পৃথিবীর কোথাও হাইওয়েতে অবাধে মোটরসাইকেল চলাচল করতে দেওয়া হয় না। কাজেই আমাদের এগুলো মানতে হবে। দেখা যাচ্ছে, ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে। তার শারীরিক সক্ষমতা, মোটরসাইকেলের সক্ষমতা সব মিলিয়ে যেকোনো মূহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সরকারের দায়িত্ব মানুষকে নিরাপত্তা দেওয়া। এ জন্য আমাদের শক্ত হতে হবে।


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net