এবার ইহুদিদের ধর্মগ্রন্থ পোড়ানোর অনুমতি সুইডেনে

:: পা.রি. ডেস্ক ::
প্রকাশ: ১ বছর আগে
গত ২৮ জুন ঈদুল আজহার সময় স্টকহোমের একটি মসজিদের বাইরে কোরআনের একটি কপি পোড়ান এক ব্যক্তি। ফাইল ছবি

এবার সুইডেনে ইসরাইলি দূতাবাসের সামনে ইহুদিদের ধর্মগ্রন্থ ‘তোরাহ’ পোড়ানোর অনুমতি দিয়েছে সুইডিস পুলিশ। আর এ ঘটনার নিন্দা জানিয়েছে ইহুদি সংখ্যাগরিষ্ট ইসরাইল।

এক ব্যক্তি শনিবার স্টকহোমে ‘তোরাহ’ (বাইবেলের পুরনো নিয়ম) পোড়ানোর অনুমতি চাইলে দেশটির পুলিশ তাতে সায় দেয়। শুক্রবার তারই প্রতিবাদ জানিয়েছে ইসরাইলি কর্মকর্তারা। তারা এটিকে ‘হ্যাট ক্রাইম’ বা ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন।

মুসলিমদের ধর্মীয় গ্রন্থ কোরআন পোড়ানোর কয়েক সপ্তাহের মধ্যেই আবারো এমন একটি ঘটনার অনুমতি দিলো ইউরোপের দেশ সুইডেন।

স্থানীয় পুলিশ দুই সপ্তাহ আগে জানিয়েছিল যে, ৩০ বছর বয়সী এক ব্যক্তি ১৫ জুলাই স্টকহোমে ইসরাইলি দূতাবাসের সামনে একটি ইহুদি ও একটি খ্রিষ্টীয় বাইবেল পোড়ানোর আবেদন জানিয়েছে।

পুলিশ বলছে, ‘বাক স্বাধীনতা’ প্রকাশের জন্যই ওই ব্যক্তি এ আবেদন জানিয়েছেন।

তবে এখনো পরিষ্কার নয় যে ওই ব্যক্তি বাইবেল না তোরাহ পোড়াতে চাইছেন।

এমন কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ জানাচ্ছে ইসরাইল ও ইহুদি গোষ্ঠীগুলো।

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ বিষয়টি ‘পুরোই ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে পবিত্র ধর্মগ্রন্থ পোড়াতে সুইডেনের অনুমতির নিন্দা জানাচ্ছি। আমি মুসলিম বিশ্বের সাথে একাত্ম হয়ে কোরআন পোড়ানোরও নিন্দা জানিয়েছি। আমি চাই না আবারো ইহুদি বাইবেল পুড়িয়ে ইহুদি জনগোষ্ঠীর অন্তরে আঘাত করা হোক।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরাইল এ ধরনের ঘৃণ্য কাজটির ব্যাপারে গুরুত্ব দিয়ে নজর রাখছে।’

স্টকহোমে ইসরাইলের রাষ্ট্রদূত শুক্রবার এ ঘটনার নিন্দা প্রকাশ করেছে।

ইসরাইলের প্রধান ধর্মীয় গুরু সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে সুইডেনের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

সূত্র : টাইমস অফ ইসরাইল