ক্যারিয়ার ডেস্ক:
নতুন ফিচার চালু করতে যাচ্ছে চীনা শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘টিকটক’। এর ফলে তুমুল জনপ্রিয় এই মাধ্যমে আরও বেশি আয়ের সুযোগ হতে যাচ্ছে।
জানা গেছে, ভিডিও নির্মাতাদের আয়ের পরিমাণ বাড়াতে ট্যালেন্ট ম্যানেজার পোর্টাল চালু করছে টিকটক। পোর্টালটি চালু হলে ভিডিও নির্মাতারা বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বর্তমানের তুলনায় সহজে চুক্তি করতে পারবেন। ফলে আয়ও বেশি হবে।
বর্তমানে টিকটকের ক্রিয়েটর মার্কেটপ্লেসের মাধ্যমে জনপ্রিয় ভিডিও নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে চুক্তি করে থাকে বিভিন্ন ব্র্যান্ড বা প্রতিষ্ঠান। ট্যালেন্ট ম্যানেজার পোর্টাল চালু হলে ক্রিয়েটর মার্কেটপ্লেসে থাকা ভিডিও নির্মাতাদের বিভিন্ন কাজের মানও পরখ করতে পারবে তারা। শুধু তাই নয়, টিকটকের নীতিমালার আওতায় চুক্তি মতো কাজ বা অর্থ পরিশোধ করা হয়েছে কি না, তা–ও জানা যাবে। ফলে ভিডিও নির্মাতা ও প্রতিষ্ঠানগুলো স্বচ্ছন্দে চুক্তি করতে পারবে।
টিকটক জানিয়েছে, ট্যালেন্ট ম্যানেজার পোর্টালে নিবন্ধন করা ব্র্যান্ড এবং প্রতিষ্ঠানগুলো ক্রিয়েটর মার্কেটপ্লেসে থাকা প্রায় আট লাখ ভিডিও নির্মাতার ভিডিও দেখার সুযোগ পাবেন। ফলে ভিডিও নির্মাতাদের মান পরখ করে সহজেই চুক্তি করতে পারবেন তারা।
ট্যালেন্ট ম্যানেজার পোর্টালটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এরই মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান পোর্টালটিতে যুক্ত হতে নিবন্ধন করেছে বলে জানিয়েছে ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।
সূত্র: টেকক্রাঞ্চ।