এফবিজেও’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

::
প্রকাশ: ২ years ago

পাবলিক রিঅ্যাকশন ডেস্ক: 
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফবিজেও) বার্ষিক সাধারণ সভা ২০২২ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ২৬ নভেম্বর শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

এফবিজেও’র সভাপতি লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন এফবিজেওর মহাসচিব মো. শামছুল আলম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিজেও’র প্রস্তাবক ও প্রতিষ্ঠাতা সদস্য সচিব, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, এফবিজেও’র স্থায়ী পরিষদ সদস্য ও ডেমরা প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম চৌধুরী। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এফবিজেও’র অর্থ সচিব আব্দুল বাতেন সরকার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এফবিজেও’র প্রয়াত ভাইস চেয়ারম্যান নজির আহমদ ও যুগ্ম মহাসচিব এম এ মোতালেব হোসেনের পরিবারকে এফবিজেও’র পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ড. মো. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন এফবিজেও’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাফিউর রহমান কাজী। অনুষ্ঠানে এফবিজেও’র কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।