এপ্রিলে আবহাওয়ার নেই কোনো স্বস্তির খবর

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৯ মাস আগে

এপ্রিলে মাস জুড়ে কোনো স্বস্তির খবর নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাস জুড়েই থাকবে তাপপ্রবাহ চলমান থাকবে বলে জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, আগামী ২৪ ঘণ্টায় খুলনা ছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড় হতে পারে।

তিনি আরও জানান, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের বাকি ছয় বিভাগে তাপপ্রবাহ বইছে।

দেশের বেশিরভাগ অঞ্চলেই গরম তীব্র আকার ধারণ করেছে। গরমে চরম আকার ধারণ করেছে দুর্ভোগ। এখন বাতাসে আর্দ্রতা বাড়ছে, যা অস্বস্তি আরও বাড়িয়ে দিচ্ছে।

এদিকে বুধবার বিকেলে রাজধানীর কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে ঢাকায় অস্বস্তিকর অনুভূতি কমেনি। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চল থেকে তাপপ্রবাহ দূর হয়েছে।