এখনই অবসর নিচ্ছেন না মেসি

::
প্রকাশ: ২ years ago
সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক:
কাতার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিতের পরই লিওনেল মেসি জানিয়েছিলেন ফ্রান্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটিই হতে যাচ্ছে তার বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে জাতীয় দল থেকে অবসরের বিষয়টি তখনও নিশ্চিত করেননি ৩৫ বছর বয়সী মেসি। বিশ্বকাপ জয়ের পর মেসি জানালেন চ্যাম্পিয়ন দলের জার্সি গায়ে খেলতে চান আরও কিছু ম্যাচ।

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে খেলা চালিয়ে যাওয়ার কথা জানান মেসি। তিনি বলেন, ‘অল্প সময়ের ব্যবধানে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতলাম। জাতীয় দলের জার্সিতে আমি খেলা দারুণভাবে উপভোগ করি। তা ছাড়া আমার ক্যারিয়ারের প্রায় শেষ দিকে রয়েছি। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ আমি খেলতে চাই।’

১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে শেষবার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ৩৬ বছর পর এবার সেই আক্ষেপের অবসান ঘটল আর্জেন্টিনা সমর্থকদের। আর মেসির ১৮ বছরের বর্ণিল ক্যারিয়ারে শুধু এই বিশ্বকাপটিই স্পর্শ করার বাকি ছিল। এবার সেই স্বপ্নটাই পূরণ হলো কাতারে মরুর বুকে বিশ্বকাপ ট্রফিটি উঁচিয়ে ধরে।

ক্যারিয়ারের শেষ বেলায় এসে বিশ্বকাপ ট্রফির আক্ষেপ ঘুচে যাওয়ায় স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। তিনি বলেন, ‘এই মঞ্চ পর্যন্ত আসতে আমাদের প্রচুর ভুগতে হয়েছে, তবে শেষ পর্যন্ত ট্রফিটা হাতে এসেছে। এটা নিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলাম। এর চেয়ে বেশি আর কী চাইতে পারতাম। স্রষ্টাকে ধন্যবাদ। তিনি আমাকে সবই দিয়েছেন।’