একুশ মানেই | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১১ মাস আগে

একুশ মানেই
মোহাম্মদ আব্দুল আজিজ

একুশ মানে বর্ণমালা
লক্ষ প্রাণের শপথ,
একুশ মানে রক্তভেজা
ঢাকার রাজপথ।

একুশ মানে কান্নার রোল
ঝরে যাওয়া ফুল,
একুশ মানে টিকিয়ে রাখা
বাংলা মায়ের কোল।

একুশ মানে মিছিল-মিটিং
গোপন সমাবেশ,
একুশ মানে ভাষার তরে
উতল বাংলাদেশ।

একুশ মানে রফিক, শফিক
ভাই হারানো গান,
একুশ মানে ভাষার জন্য
জীবন বলিদান।

একুশ মানে প্রভাতফেরি
শহিদের গান গাওয়া,
একুশ মানে শহিদমিনার
ফুলে ফুলে ছাওয়া।

একুশ মানে শত্রু হটাও
ছুমন্তর যা,
একুশ মানেই ‘বাংলা ভাষা’
‘বাংলা’ আমার মা॥

 

রচয়িতা: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।

[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]