একুশে বইমেলা | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১১ মাস আগে
ফাইল ছবি

একুশে বইমেলা
মোহাম্মদ আব্দুল আজিজ

বইমেলায় বই উঠেছে
শয়ে শয়ে বস্তায়,
কার লেখার কদর বেশি?
কারা দেয় সস্তায়?
কারা আছেন সবার প্রাণে
পাঠকের আস্থায়?
কারা লেখে দিনরাত
বসেছেন রাস্তায়?

কার ষ্টলে কী বই এল?
কার তাক গোছগাছ?
কার খবর কে রাখছে?
যার তার বুঝবাঝ।

কারা দেয় বাহ্বা আর
কারা বলে শাব্বাশ?
ক্রেতার ভিড়ে সবাই এক
রবি আর আব্বাস॥

 

কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।

 


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]