একুশ নিয়ে লিখতে পারি গল্প-ছড়া-কবিতা, একুশ হলো আকাশভরা গ্রহ-তারা-সবিতা। একুশ নিয়ে পুষতে পারি স্বপ্নভরা ধরণি, একুশ হলো বহতা এক বর্ণে ঠাসা তরণি। একুশ নিয়ে গর্ব করি যুদ্ধ করি সকলে, একুশ হলো মায়ের ভাষা শুদ্ধ রাখি দখলে। একুশ নিয়ে প্রকাশি শোক চিত্তজুড়ে তা স্মরি, একুশ হলো বাংলা ভাষা নিত্য তাতে আ-মরি॥
কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]