একসঙ্গে যমজ বোনকে বিয়ে, আইনি ঝামেলায় যুবক

::
প্রকাশ: ২ years ago
এক সঙ্গে দুই জমজ বোনকে বিয়ে করেছেন ভারতের এক যুবক। ছবি: সংগৃহীত

পাবলিক রিঅ্যাকশন ডেস্ক: 
একসঙ্গে যমজ বোনকে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের মুম্বাইয়ের এক যুবক।

সম্প্রতি ঘটা এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

মহারাষ্ট্রের সোলাপুর জেলার মালশিরাস তহসিলে শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেন ওই তিনজন। পাত্রী দুই বোন একই প্রতিষ্ঠানের প্রযুক্তি কর্মী। ৩৬ বছর বয়সী পাত্রের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আকলুজ থানার পুলিশ জানিয়েছে, স্বামী বা স্ত্রী থাকার পরও আরেকটি বিয়ে অর্থাৎ ভারতীয় পেনাল কোডের ৪৯৪ ধারায় অভিযোগ এসেছে পাত্রের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশ বলছে, কয়েক দিন আগেই ওই দুই বোনের বাবা মারা যান। মায়ের সঙ্গেই থাকছেন তারা। বিয়ে হয়েছে দুই পরিবারের সম্মতিতে।

ভারতে অবশ্য এ ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের মে মাসে উভয় পরিবারের সম্মতি এবং উপস্থিতিতে এক দিনে এক বিয়ের মঞ্চেই দুই বোনকে বিয়ে করার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছিল কর্নাটক রাজ্যের কোলার জেলার পুলিশ।

হিন্দু বিবাহ আইনের বরাত দিয়ে তখন পুলিশ জানায়, আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিয়েবিচ্ছেদ বাধ্যতামূলক। তাই নিয়ম ভাঙার অপরাধে দুই বোনের স্বামীকে গ্রেপ্তার করা হয়।