একদিনের ব্যবধানে দল পাল্টালেন হিরো আলম

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
হিরো আলমের মনোনয়ন পত্র সংগ্রহের ফাইল ছবি

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নয়, অবশেষে বাংলাদেশ কংগ্রেস মনোনীত জাতীয় জোটের গণঅধিকার পার্টি (পিআরপি) থেকে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

এর আগে, গতকাল বুধবার দুপুরে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার অফিস থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হয়ে মনোনয়ন তোলেন আলম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে হিরো আলমের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

হিরো আলমের হয়ে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৩টার দিকে মনোনয়ন জমা দেন।

এ সময় সুজন রহমান বলেন, আমরা বগুড়া-৪ আসনে হিরো আলম ভাইয়ের মনোনয়ন জমা দিলাম। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিইনি। বাংলাদেশ কংগ্রেস জোটের ডাব প্রতীক নিয়ে নির্বাচন করবেন হিরো আলম। গতকালের সুপ্রিম পার্টির মনোনয়নে একটু ভুল ছিল। তারা আরও একজনকে মনোনয়ন দিয়েছেন, এটা আগে জানা ছিল না।

জানতে চাইলে হিরো আলম বলেন, সুপ্রিম পার্টির মনোনয়নে ভুল ছিল। বগুড়া-৪ আসন থেকে ডাব প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া, কুমিল্লা-১০ আসনেও ডাব প্রতীক নিয়ে নির্বাচন করার কথা জানান হিরো আলম।