এআইইউবি ক্যাম্পাস পরিদর্শন করলো ফিলিপিনস দূতাবাসের প্রতিনিধি দল

:: Rayhan Hossain
প্রকাশ: ২ years ago

ক্যাম্পাস অ্যাম্বাসেডর:

বাংলাদেশে ফিলিপিনস দূতাবাসের একটি প্রতিনিধি দল বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল

ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাস পরিদর্শন করেছে ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ফিলিপিনস দূতাবাসের এই প্রতিনিধি দল ক্যাম্পাস পরিদর্শনের পর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য সেদেশের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক বই বিতরণ করে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এআইইউবির উপাচার্য ড. কারমেন জেড লামাগনা প্রতিনিধিদলকে স্বাগত জানান। প্রতিনিধি দলে ফিলিপিনস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ারস ক্রিশ্চিয়ান হোপ ভি রেইস, থার্ড সেক্রেটারি তানিয়া বি গৌরানোসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তারা এআইইউবি ক্যাম্পাস ও লাইব্রেরি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা এআইইউবি লাইব্রেরির জন্য বই হস্তান্তর করেন, ড. কারমেন সেগুলো গ্রহণ করেন। এই পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের জন্য সম্ভাব্য সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।