ঈদ | জাহান আরা খাতুন

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ years ago

ঈদ
জাহান আরা খাতুন

বাঁকা চাঁদের পানসিনায়ে
ঈদ এসেছে হায়রে
কারো ঘরে হাসি খুশি
জোয়ার বয়ে যায়রে।

লক্ষ টাকার কাপড়-চোপড়
রঙধনুটা উঠছে
কেউবা আবার করতে বাজার
দূর বিদেশে ছুটছে।

কত্ত ঘরে শত পদে
হরেক রকম রান্না
পথের পাশে আঁধার জীবন
ভুখা শিশুর কান্না।

এরি মাঝে রোগের দানব
খুবলে শরীর খাচ্ছে,
নিঃস্ব মানুষ রিক্ত মানুষ
নিত্য মারা যাচ্ছে।

আঁধার কালো ওদের আকাশ
একটু আলো নাইরে
কার কাছেযে অই কথাটার
জবাব খুঁজে পাইরে!

কখন ওদের গহনরাতে
ঈদের চাঁদ হাসবে?
বিজন মরুজীবন কবে
বৃষ্টিজলে ভাসবে?

 

ছড়াকার: জাহান আরা খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ।

[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]