আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
বৃহস্পতিবার (২২ জুন) উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সই করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ঈদের দিনসহ আগের ৫ দিন এবং পরের ৭ দিন ২৪ ঘণ্টা সিনএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে।
মহাসড়কে যাত্রীদের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য গ্যাস সুবিধার্থে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
উল্লেখ্য, গ্যাস সংকটের কারণে গত ১ মার্চ থেকে সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত দৈনিক ৫ ঘণ্টা স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।