ঈদে ১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

:: পা.রি. রিপোর্ট ::
প্রকাশ: ২ years ago
সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

বৃহস্পতিবার (২২ জুন) উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সই করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ঈদের দিনসহ আগের ৫ দিন এবং পরের ৭ দিন ২৪ ঘণ্টা সিনএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে।

মহাসড়কে যাত্রীদের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য গ্যাস সুবিধার্থে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

উল্লেখ্য, গ্যাস সংকটের কারণে গত ১ মার্চ থেকে সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত দৈনিক ৫ ঘণ্টা স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।