ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ১১৫ স্বাস্থ্যকর্মী নিহত

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৩ মাস আগে

লেবাননের দক্ষিণে বুধবার (৯ অক্টোবর) ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। হতাহতের পরিমাণ বারতে পারে বলে জানা গেছে।

লেবানন কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার এই প্রতিবেদনে এই তথ্য উল্লেখ কিরেছে সংবাদমাধ্যম বিবিসি।

পাঁচজন নিহত হওয়ায় গত মাসে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত স্বাস্থ্যকর্মীদের মোট সংখ্যা ১১৫। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী বলেছে, স্বাস্থ্যকর্মীরা ইসরায়েলি বিমান হামলার শিকার হওয়ার সময় দক্ষিণ শহর দেরদঘাইয়ার গির্জার হলে অপেক্ষা করছিলেন।

লেবাননের সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের হামলা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে।

এদিকে ইসরায়েল জানিয়েছে তারা শুধুমাত্র হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এবং ওই এলাকা থেকে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) আগেই লোকজনকে সরে যেতে সতর্ক করেছিল।

সূত্র: বিবিসি