পাবলিক রিঅ্যাকশন ডেস্ক:
বিশ্বকাপের আগে ইরাকে প্রস্তুতি ম্যাচ রয়েছে কোস্টারিকার। যেহেতু কাতারে যাওয়ার আগে কুয়েতে তাদের ক্যাম্প ছিল। তাই ইরাকের স্থল সীমান্ত দিয়ে বাসে প্রবেশ করার কথা ছিল। কিন্তু প্রবেশের আগে একটা অনুরোধও ইরাকি সরকারকে তারা করেছিল। সেটা ছিল পাসপোর্টে ইমিগ্রেশন সিল দেওয়া ছাড়া সেখানে প্রবেশ করতে দেওয়া।
কিন্তু ইএসপিএন জানিয়েছিল, বুধবার রাতে কোস্টারিকা টিম বহনকারী বাস সীমান্তে পৌঁছালে সেখানে পাসপোর্টে সিল না মারার অনুরোধ রাখা হয়নি। অনুরোধ না রাখায় পরে নিজেদের কুয়েতের ক্যাম্পেই খেলোয়াড়রা ফিরে আসে। পরে জানানো হয়, ম্যাচ নাকি পরিত্যক্তও হয়ে গেছে।
যদিও নতুন খবরে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, ওই ঝামেলার ইতি ঘটেছে। এখন তাদের বিশেষ বিমানে করে কুয়েত থেকে ইরাকের বসরায় উড়িয়ে আনা হবে। আইএনএ তাদের প্রতিনিধির বরাত দিয়ে বলেছে, ম্যাচটা বৃহস্পতিবারেই অনুষ্ঠিত হচ্ছে।
অবশ্য এই ব্যাপারে মন্তব্য চাওয়া হলে কোস্টারিকার ফুটবল ফেডারেশন বা ইরাকি ফুটবল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।