জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র প্রোগ্রামের সময় বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর ও মারামারি হয়েছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজবাড়ীতে অনুষ্ঠান ধারণের সময় বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠান স্থগিত করে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে এই ঘটনা ঘটেছে।
আয়োজক সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় দুই হাজার প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। অনুষ্ঠানে এর চেয়ে অনেক বেশি মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারি হয়।
পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয় কর্তৃপক্ষ। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে স্থগিত করতে বাধ্য হয়। দর্শক কিছুটা কমলে এরপর অনুষ্ঠান শুরু করলে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ইত্যাদি কর্তৃপক্ষ ও স্থানীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। পরে ব্যর্থ হয়ে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়।
এমন পরিস্থিতির জন্য অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে চলছে সমালোচনা।
ইত্যাদি অনুষ্ঠান দেখতে আসা দর্শনার্থীরা বলেন, আমরা ইত্যাদি অনুষ্ঠানে প্রবেশের পাস নিয়ে উপস্থিত হয়। তারপরও অনুষ্ঠানে ঢুকতেই অনেক কষ্ট হয়েছে সবার। প্রথম থেকেই কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যই হয়েছে।
‘ইত্যাদি’ অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারিনি, আমি ব্যর্থ।