ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

:: রাকিব হাসান রাফি, স্লোভেনিয়া ::
প্রকাশ: ২ years ago

ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সেন্ট্রাল ইউরোপের স্থানীয় সময় রাত আটটায় জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইনে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি জমির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পাটোয়ারির সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষত আগামী বছরের জুনে প্রস্তাবিত অভিষেক ও সংগঠনের প্রথম কাউন্সিল নিয়ে সংগঠনের সভাপতি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য সব সদস্যের সাথে আলোচনা সাপেক্ষে কিছু প্রস্তাব ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের সদস্যদের মাঝে তথ্যের আদান-প্রদান বৃদ্ধি করার জন্য প্রতি মাসের শেষ সপ্তাহে কার্যনির্বাহী কমিটির মিটিং আয়োজন করা এবং সংগঠনের সাথে জড়িত সব সদস্যের মান উন্নয়নে নিয়মিত কর্মশালা আয়োজন করার বিষয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মিরন নাজমুল, (বার্সেলোনা, স্পেন), আনিচুজ্জামান আনিস (ইতালি), হাবিবুল্লাহ বাহার (জার্মানি), মো. আব্দুল্লাহ ইকবাল (ফিনল্যান্ড), আনোয়ার এইচ খান ফাহিম (পর্তুগাল), আবু সাইদ (পর্তুগাল), আহমেদ রাজ (পোল্যান্ড), রাকিব হাসান রাফি (স্লোভেনিয়া) এবং মুবিন খান (বার্সেলোনা, স্পেন)।

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি জমির হোসেন বলেন, ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে দীর্ঘ প্রায় দুই বছর কাজ করে যাচ্ছে। বিশেষ করে এই ক্লাবের সবচেয়ে বড় অর্জন প্রতিটি সদস্য তাদের সংবাদ প্রচারের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশকে তুলে ধরছেন।

তিনি বলেন,ভবিষ্যতে বাংলাদেশের স্বার্থে এই ক্লাবের প্রতিটি সদস্য কাজ করে যাবে। একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে বর্তমান কমিটির মেয়াদ শেষ হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন নেতৃত্বকে স্বাগত জানানো হবে। সেজন্য একটি নির্দিষ্ট দেশ খুব দ্রুত চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রয়েছে। পাশাপাশি সংগঠনের কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান করা হয়। এছাড়াও সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।