আসছে নতুন রাজনৈতিক দল, নেতৃত্বে থাকবেন যারা

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ মাস আগে

আরও একটি নতুন একটি রাজনৈতিক দল আসছে। নেতৃত্বে থাকবেন ছাত্ররা। দলটির নাম ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবে শামিল থাকা বিপ্লবীদের গড়া এটিই প্রথম রাজনৈতিক দল।

সোমবার (১৬ ডিসেম্বর) বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জাতীয় বিপ্লবী পরিষদের পথচলা শুরু হবে। আহবায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।

উদ্যেক্তারা জানান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং রাষ্ট্রকাঠামে নির্মাণে তাদের এই রাজনৈতিক উদ্যোগ সামনে থেকে নেতৃত্ব দিবে।

সংগঠনটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করা হাসান আরিফ জানান, সোমবার বাদ আছর মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আহত মুক্তিযোদ্ধা এবং চব্বিশের ছাত্র-শ্রমিক-জনতার বিপ্লবে শহীদ এবং আহতদের মাগফিরাত, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ঢাকা কেন্দ্রীয় মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়ার আয়োজন করেছি আমরা। মিলাদ-দোয়া শেষে জাতীয় বিপ্লবী পরিষদের আহবায়ক কমিটি ঘোষণা করা হবে। এরমধ্য দিয়ে জুলাই-আগস্ট বিপ্লবীদের নতুন এই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।

জানা গেছে, ইতোমধ্যে এই রাজনৈতিক দলের ছাত্রসংগঠন ‘বিপ্লবী ছাত্র পরিষদ’ গঠিত হয়েছে। বিপ্লবে জড়িতদের একটি অংশ গত ২৯ সেপ্টেম্বর এই ছাত্র সংগঠনটি গড়ে তোলেন। কেন্দ্রীয় আহবায়ক কমিটিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। ছাত্র সংগঠনটি বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক কর্মসূচিও পালন করছে।