আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ তুমি সুমহান দিনেরাতে করি আল্লাহ তোমার জয়গান। তোমার নামের যে নাই তুল তুমি আল্লাহ রাব্বুল ইচ্ছে করে নামটি জপি সারা দিনমান। তোমার সৃস্টি বিশ্বসারা চন্দ্র-সূর্য, গ্রহ-তারা মানব-দানব, জিন-পরি জমিন ও আসমান। তোমার পাখির কণ্ঠে গান সাগর নদীর কলতান ঝরনাধারার ছন্দ, ছড়া নিত্য বহমান। তোমার দয়ার তো নাই শেষ তাহা অনন্ত অশেষ আল্লা তুমি দয়ার সাগর রহিম রহমান। আল্লাহ রহমতের মালিক ও গো দিদারের মালিক তোমার রহমত তোমার দিদার অশেষ অফুরান। আল্লাহ তুমি হলে সব করি তাহাই অনুভব তাই তোমার নামে সেজদা করি জিন ও ইনসান।
ছড়াকার: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]