আল্লাহ তুমি দয়ার সাগর | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১০ মাস আগে

আল্লাহ তুমি দয়ার সাগর
মোহাম্মদ আব্দুল আজিজ

আল্লাহ তুমি দয়ার সাগর
ও গো দয়াময়,
দূর করে দাও মনের কালো
আছে যতো ভয়।।

এ আকাশ বাতাস সাগর নদী
চাঁদ সেতারা রবি,
পাহাড় সাগর ঝরনাধারা
তুমি সৃজিলা সবই।
তুমি আল্লাহ রাব্বুল
তোমার নাই যে কোন তুল।।
তুমি আছ বিশ্বব্যাপী
তুমি প্রাণময়।ঐ

দু-জাহানের মালিক খোদা
তুমি সুমহান,
তোমার নামে জপে মালা
জিন ও ইনসান।
আল্লা তুমি নিরাকার
তোমার নাই কোন আকার।।
তোমার দিদার দাও গো আমায়
ও গো বিশ্বময়। ঐ

কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।

 


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]