আলোচিত ডাক্তার জাহাঙ্গীরকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

::
প্রকাশ: ২ years ago

সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় আলোচিত-সমালোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানকালে অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে ডা. জাহাঙ্গীরের প্রতিষ্ঠান ‘আল্টিমেট অর্গানিক লাইফ’কে সাড়ে তিন লাখ টাকা এবং অবৈধভাবে ওষুধ আমদানি করে সরবরাহ ও বাজারজাত করার অপরাধে ‘ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনাল’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, অভিযানের নেতৃত্ব দিয়েছেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আলটিমেট অর্গানিক লাইফকে’ সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার আরিফুল অপরাধ স্বীকার করেছেন এবং জরিমানার সাড়ে ৩ লাখ টাকা আদায় করা হয়েছে। এছাড়া ইনমোশন ট্রেড সেন্টারকে ১ লাখ টাকা এবং ডেইলি শপিংকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।