আর বাংলাদেশে ফিরতে চান না হাথুরুসিংহে

:: স্পোর্টস ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১০ মাস আগে

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর বাংলাদেশে ফিরতে চান না। এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক খুদে বার্তায় এমনটিই জানিয়েছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।
এই ঘটনা নিয়ে বিসিবির কয়েকজন পরিচালক এবং একজন নির্বাচক বলছেন, এ বিষয়ে কিছুই জানেন না তারা।
সবশেষ শ্রীলঙ্কা সিরিজের পর স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে বিসিবি থেকে ছুটি নেন হাথুরুসিংহে। এরপর থেকেই জল্পনা-কল্পনা শুরু হয় তার ফেরা নিয়ে। এর আগে এমন ঘটনা ঘটলেও বিসিবির হস্তক্ষেপে ফিরে আসেন হাথুরুসিংহে।
অবশ্য বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের সাথে দেখা যাবে না হাথুরুসিংহেকে।
উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশে খারাপ পারফরম্যান্সের পর থেকেই হাথুরুসিংহকে নিয়ে সমালোচনা শুরু হয়। কিছুদিন আগেই বাংলাদেশ সফর করা শ্রীলঙ্কান দলের সাথে টেস্ট ম্যাচে হোয়াইট ওয়াশ হয় টাইগাররা। যদিও ওয়ানডে সিরিজ নিজদের নামে করে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ হয় স্বাগতিকরা। এরপর থেকেই তুমুল সমালোচনা শুরু হয় দেশের মাটিতে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে।