আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ৫ গরুর মাংস খাওয়াবে সরিষাবাড়ীর মাসুদ

::
প্রকাশ: ২ years ago
সেমিফাইনালে জেতার পর বিরিয়ানি ভোজের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

পাবলিক রিঅ্যাকশন ডেস্ক:
কাতার ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারায় মেসির আর্জেন্টিনা। এই জয়ে জামালপুরের সরিষাবাড়ীতে বিরিয়ানি ভোজের আয়োজন করেন আর্জেন্টিনার সমর্থকরা। চ্যাম্পিয়ন হলে ৫টি গরুর মাংস খাওয়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে।

আয়োজক কমিটি সূত্র জানায়, আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান মেসির প্রতি ভালোবাসা দেখিয়ে ১ হাজার ৬০ ফিট পতাকা তৈরি করেন। সেই পতাকা শোভাযাত্রা শেষে টাঙিয়ে দেন। এখানেই শেষ নয়। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি খেলার দিন খিচুড়ি ও বিরিয়ানি ভোজনের ব্যবস্থা করেন তিনি।

আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমানের আয়োজনে ধানাটা মরহুম মমতাজ সরকারের বয়লারে এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থার পাশাপাশি ৫০ কেজি গরুর মাংস দিয়ে রান্না করা হয় বিরিয়ানি। খেলায় ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে জয়লাভ করে আর্জেন্টিনা।

এতেই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা। তারা আনন্দ মিছিল বের করে পৌর এলাকার আরামনগর বাজার, মহিলা কলেজ মোড়, মণ্ডল মোড়, পোস্ট অফিস মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাক পরিবহন মোড়ে এসে শেষ হয়।

মাসুদ জানান, অসাধারণ খেলা খেলেছেন মেসিরা। আর্জেন্টিনা জয় পেয়েছে বিজয় মিছিল করেছি। ক্রোশিয়ার সঙ্গে জয় পাওয়ায় ৫০০ জন সমর্থক নিয়ে বিরিয়ানি ভোজ করিয়েছি। ইনশাল্লাহ আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেই ৫টি গরু জবাই দিয়ে মিল্লি ভাত খাওয়ানো হবে।