আয় রে বোন! আয় রে ভাই! | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৯ মাস আগে

আয় রে বোন! আয় রে ভাই!
মোহাম্মদ আব্দুল আজিজ

আয় রে বোন! আয় রে ভাই!
আয় রে সবাই গাছ লাগাই,
ওরে গাছে গাছে সবুজ করে
বিশ্বটারে আয় বাঁচাই।।

বৃক্ষ মোদের অক্সিজেন দেয়
সতেজ রাখে বায়ু,
বায়ু থেকে কার্বন চোষে
বাড়ায় প্রাণীর আয়ু।
ফুল, ফল, জ্বালানি কাঠ
যখন যাহা চাই,
বৃক্ষ থেকে আমরা এসব
হাত বাড়ালেই পাই।
তাই গাছকে মোদের বন্ধু করে
চিত্তটারে আয় নাচাই। ঐ

ঔষুধপত্র, নানান দ্রব্য 
আসবাবপত্র যত,
বাড়ির কাঠ ও সুগন্ধি তেল
দেয় যে অবিরত।
বৃক্ষ হলো পাখীর বাসা
করে ছায়া দান,
অল্প কথায় শেষ হবে না
বৃক্ষের গুণগান।
ওরে গাছ যে হলো নীরব বন্ধু
আয় রে করি তা যাচাই। ঐ

 

ছড়াকার: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]